লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই CaptionIdeas.com-এর যাত্রা শুরু।

আমি বিশ্বাস করি, সুন্দর একটি লাইন অনেক বড় মনের কথা সহজে বুঝিয়ে দিতে পারে। গত প্রায় ৪ বছর ধরে আমি বাংলা স্ট্যাটাস ও ক্যাপশন জগত নিয়ে কাজ করছি। এই লম্বা সময়ে আমি দেখেছি মানুষ ঠিক কী ধরণের লেখা পছন্দ করে এবং কীভাবে ট্রেন্ড পরিবর্তন হয়।

আমার উদ্দেশ্য খুব পরিষ্কার—আপনাদের জন্য এমন সব বাংলা স্ট্যাটাস ও ক্যাপশন আইডিয়া তৈরি করা, যা একদম ফ্রেশ এবং সময়ের সাথে মানানসই। রোবোটিক বা যান্ত্রিক কোনো লেখা নয়, বরং মানুষের মনের কথাগুলোই আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।

সাথে থাকার জন্য ধন্যবাদ।